Monday, March 1, 2021

গাও সে গান


গাও সে গান যার সুরে জাগে এক নীল আকাশ
গাও সে গান যার সুরে জ্বলে একটি সূর্য
এই শতাব্দীর নিহিত চেতনায় লীন, গভীর
গাও সে গান যার সুরে জাগে এক নীল আকাশ

একটা উজ্জ্বল দিন আসে আজ কত আঁধার মৃত্যুর পরে
একটা স্বপ্নের পিছনে আজ কত দগ্ধ জীবনের ছাই ওড়ে
বৃষ্টি আসে আর ভাঙা মাটিতে রেখে যায় অসংখ্য চোখ
কত আকাঙ্খার শুভ্র মেঘ সেই চোখের মণিতে খেলা করে

গাও সে গান যা তিলে তিলে সেই দিন গড়ার
পথ দেখায় আর রক্তে সাগরের ডাক শোনায়
এই শতাব্দীর নিহিত বজ্রে লীন, অধীর
গাও সে গান যার সুরে জাগে এক নীল আকাশ

এক মুহূর্তও দ্বিতীয় বার এই ধমনীতে ফিরে আসবেনা
সময়ে এই হাত ছিল তোমার হাতে – এছাড়া আর কিছু বাঁচবেনা
মাঝে মাঝে এই জীবনে আসে দিন স্বপ্নের সত্য জানতে
মৃত্যু যত আজ সেদিন অমর যদি না করি সাগর আর ডাকবেনা




 

No comments:

Post a Comment