আলোর ঝড় বওয়া একটি পথ হবে।
সবুজ কাঁপবে তার বাতাসি দুই ধারে।
মাতবে সারা দেশ শ্রমের জয়গানে
স্কুলে যাবে সব শিশুরা কলরোলে।
পারি তো চোখ ভরে সেদিন দেখে যাবো
বা তার জলচাকায় মথিত ঢেউ হবো।
দীর্ঘ কলমুখর এক সেতু হবে।
এ গান ছোঁবে তার ডানার দিগ্বলয়।
সাঁঝের ট্রেনগুলোর হলুদ জানালায়
খুঁজবো জীবনের বন্ধুদের সেদিন।
আঁধারে নদীবুক ভরা অনেক নায়ে
দিনের শক্ত কাঁধ বাইবে ভালোবাসা।
পারি তো চোখ ভরে সেদিন দেখে যাবো
বা তার জলচাকায় মথিত ঢেউ হবো।
No comments:
Post a Comment