Saturday, October 6, 2018

নাগার্জুনের চারটি কবিতা


হিন্দীভাষার বিখ্যাত কবি নাগার্জুন (জন্ম ৩০শে জুন ১৯১১ – মৃত্যু ৫ই নভেম্বর ১৯৯৮)। পিতৃদত্ত নাম বৈদ্যনাথ মিশ্র। জন্ম উত্তর বিহারের দ্বারভাঙা জেলার গ্রামে।হিন্দী সাহিত্যজগতে সবাই তাঁকে ‘বাবা নাগার্জুন’ অথবা শুধু ‘বাবা’ (সন্ন্যাসী অর্থে) সম্বোধনে স্মরণ করে। পঞ্চাশের মন্বন্তর, ষাটের খাদ্যসংকট এবং সত্তরের এমার্জেন্সির সময়ে লেখা ও বহু পথসভায় পঠিত তাঁর চারটি কবিতার বাংলা অনুবাদ নিচে দেওয়া হল।

প্রসঙ্গত উল্লেখ্য যে নাগার্জুন খুব ভালো বাংলা জানতেন। বাংলাতেও কবিতা লিখেছেন এবং তাঁর বাংলা কবিতার একটি সঙ্কলনও প্রকাশিত হয়েছে এক সময়। তাঁর মাতৃভাষা মৈথিলিতেও তিনি লিখেছেন ‘যাত্রী’ নামে। তাঁর জীবন-বৃত্তান্ত বা রচনাসম্ভারের বিস্তৃত বিবরণ ইন্টারনেটেই পাওয়া যায়, কাজেই এখানে সে বিষয়ে আর কিছু লেখার প্রয়োজন বোধ করলাম না। 


শাসনের বন্দুক

শোকধ্বনি নরকংকালের, মাড়িয়ে, সর্বভূক
আকাশ ঢাকলো বিপূল বিরাট শাসনের বন্দুক

হিটলারী ওই অহঙ্কারে সবাই দিচ্ছে থুঃ
হলো যাতে একচক্ষু ওই শাসনের বন্দুক

বধির বাড়লো দেশে দশগুণ, বিনোবা হলেন মূক
ধন্য ধন্য ধন্য যে সে শাসনের বন্দুক

সত্য স্বয়ং আহত আর অহিংসা ভুলচুক
এদিক ওদিক গর্জে উঠলো শাসনের বন্দুক

দগ্ধ গাছের ডালে কোকিল ডাক দিয়ে গেল ‘কূ
কিস্যু করতে পারলো না তার, শাসনের বন্দুক 


রইলো বাকি আন্ডা

ভারত মায়ের পাঁচটি ছেলে, সামনে শত্রু হিংস্র
একটি মরলো গুলি খেয়ে, রইলো চতুস্পুত্র
ভারত মায়ের চারটি ছেলে চাতুর্য্যে খানদানী
একটি স্বদেশ-নির্বাসিত, রইলো যে তিনখানি
ভারত মায়ের তিনটি ছেলের এমন লড়াই বাধলো
একটি হলো আলাদা আর দুইটি বাকি থাকলো
ভারত মায়ের দুইটি ছেলে ছাড়লো আগের গৎটা
একটা বসলো গদীতে আর একটা রইলো রাস্তায়
ভারত মায়ের একটি ছেলে তুললো কাঁধে ঝান্ডা
পুলিস ধরে পুরলো জেলে রইলো বাকি আন্ডা


অন্নপঞ্চবিংশতির দোহা

সোজাসাপ্‌টা শব্দ বটে, ভাবনা অতি গূঢ়
অন্নপঞ্চবিংশতি শোন্‌, অর্থ জান্‌ রে মূঢ়

কবীর খাড়া বাজারে আজ মশাল নিয়ে হাতে
এ বান্দা ঘাবড়াবার নয়, জনতা আছে সাথে

কাড়তে পারিস কেড়ে নে, লুটতে পারিস লোট্‌
অন্নচোরকে ছেড়ে দেওয়ার ওঠেনা প্রশ্নও

চারদিকে আজ ক্ষুধার অতল, ধোঁয়াটে আকাশ
কাল সরকারবাহাদুরের হবে পর্দাফাশ

নাগার্জুনের মুখনিঃসৃত সাখী*র এই যে পদ
বন্ধুদেরকে বোঝা রে ভাই, অমূল্য সম্পদ

অন্নের পঁচিশা স্পষ্ট – মানুষ কোটি কোটি
সত্যি যাবে লেগে চোখের কানের ছুটোছুটি

অন্নব্রহ্ম এক ব্রহ্ম, বাকি ব্রহ্ম পিশাচ
অঘোর মৈথিল এ নাগ অর্জুন যথা উবাচ
______________________________
*ভক্তি কাব্যের পদের ধরণ বিশেষ। যেমন কবীরের সাখী


আকাল ও তারপর

বেশ কিছুদিন কাঁদলো উনুন, উদাস রইলো জাঁতা
বেশ কিছুদিন ঘুমোলো ওরই পাশে কানী কুত্তিটা
বেশ কিছুদিন চললো ভিতে টিকটিকির টহল
বেশ কিছুদিন পর্য্যুদস্ত রইলো ইঁদুর-দল।

অন্নশস্য ঘরে এল বেশ কিছুদিন পর
উঠলো ধোঁয়া উঠোন থেকে বেশ কিছুদিন পর
ঘর ভরা চোখ ঝিকিয়ে উঠলো বেশ কিছুদিন পর
চুলকোলো পাঁখ কাকটা নিজের, বেশ কিছুদিন পর।





No comments:

Post a Comment