Friday, April 16, 2021

লেনিন

দুপা এগোবার পথের তর্কে রোজ
নাজেহাল, ফিরে কাজের টেবিলে বসি,
বিস্মৃতি ভাঙি এতেই কাব্যশিখা
জ্বালিয়ে গিয়েছে মহাজীবনের কেউ।
 
নিঃশ্বাসে জাগে সময়ের বড় ঢেউ।
সেদিন ছাত্র, স্বপ্ন-গড়া আলোয়
পাশে ছিল, ঠিক মনেও পড়ে না আজ
বাবুশকিন না তরুণ যুগাশভিলি।
 
সাথে পার করি কালরাত্রির গলি।
পৃথিবীর ভোরে যে যার দেশের মোড়ে
সম্বিতে ফিরি, শ্রমের বিপূল কাঁধে
নিতে ইতিহাস-চেতনার প্রহরণ।
 
প্রাণের শিকড়ে বাড়ে রসের ত্বরণ;
রস নয়, বহু স্বেদ-রক্তের ঋণ,
ধ্রুপদী ফল্গু দিনরাত ডাকে, আয়!
অনাবিষ্কৃত ভারতবর্ষ খোঁজ্‌!

পথের তর্কে, রোজ দুপা এগোবার
তাঁর নজরের হানাটাকে করি দাঁড়।

২.৮.৯৫

 


No comments:

Post a Comment