আজকের দিনটার জন্য
একটা দিন
ইতিহাসের পাতায় আমি
খুঁজছি,
আজকের তারিখটার জন্য
একটা তারিখ,
সামান্য হলেও ক্ষতি
নেই;
হয়ত লেনিন
একটা ছোট্টো জরুরি
চিরকুট
আজকের তারিখে লিখে
শিক্ষার জনকমিসারিয়েটকে
পাঠিয়েছিলেন ……
আজকের দিনটা নীল,
উজ্জ্বল –
অসংখ্য কাজে ব্যস্ত
হবে প্রত্যেকটা প্রহর।
আমি সেই প্রহরগুলোর
জন্য একটা নাম
চাইছি, যেমন কবিতা
একটা নাম চায় ……
আজকের দিনটা ফ্যাকাশে,
বিবর্ণ –
অসহায়তায় ফেটে প্রত্যেকটা
প্রহরের কার্বলিক
আশার কন্ঠনালি কালো
করে দেবে … ।
আমি সেই প্রহরগুলোর
জন্য একটা নাম চাইছি
যেমন বিদেশ বিভুঁইয়ে
সন্ধ্যায় একটা ছিন্নমূল পরিবার
একটা দেশ চায় ……
আজকের দিনটা যেমন
তেমন –
কিছু কাজ কিছু অকাজ
কিছু অর্থহীনতায়
অদৃশ্য হবে প্রহরগুলো।
আমি এই প্রহরগুলোর
জন্য একটা নাম চাইছি যেমন
সংশয়গ্রস্ত মন
প্রেমকে দুহাতের
আলিঙ্গনে বন্দী করে রাখতে চায় চিরকাল …
আজকের দিনটার জন্য
একটা দিন
ইতিহাসের পাতায় আমি
খুঁজছি
আজকের তারিখটার জন্য
একটা তারিখ
No comments:
Post a Comment