Monday, June 30, 2025

যুদ্ধবিরতি

চলো যাই, যুদ্ধবিরতি যখন, শান্তিতে এগোই
প্রাদেশিক দৈনন্দিনেঃ শিশুঘাতী জয়োৎসবে,
দেখি শাসকের আশীর্বাদধন্য ব্রাহ্মণ্য লাঞ্ছনা
মানুষের, কখনো মুসলমান, কখনো দলিত,
কখনো খ্রিস্টান বলে পথে,
                               এবং দূষিত আঁধার,
মহাজনী লাভধন্য বঞ্চনা-গাথার, সারা দেশে।
 
দেখি কতো নায়ক, অন্যায় নিবারণে নিয়োজিত,
মাল্টিপ্লেক্সে, ওটিটিতে; কতো নিঃসঙ্গ কর্মপথিক,
মানুষে, শাকসব্জিতে সাফল্য ফলিয়ে চলেছেন
পশুপ্রেমী দেশাধিপতি, অক্লান্ত, দুর্বৃত্ত-প্রবীণ!
 
নতুন আইনে অপরাধ সম্মিলিত প্রতিরোধ!
সে চাষি পাবে না সিলোর টিকিট, শ্রমিক জীবিকা।
তিন দশকে বুঝিই নি কতোটা রক্তে আমাদের
প্লাজমা চেটে খেয়ে গেছে উন্নয়নী যুদ্ধবিরতি।  
 
২৭.৬.২৫

No comments:

Post a Comment