Monday, June 30, 2025

ডি-জি

পেয়েছি অনেক আপনার সঙ্গলাভে কমরেড!
ভিত্তিটাই ধারালো কর্ষক ছিল, সঙ্ঘজীবনের
"দেশটা অনেক বড়, বিশ্বও জটিলতর আজ,
সমূহে নিবিড় পাঠ, আলো দেবে পথটা চেনার"!
 
সবারই রাজনৈতিক জন্মে এক কম্যুন-জীবন
ভাস্বর থাকে তারুণ্যে। আমিও নেতৃত্বে আপনার,
যৌবনের দশকটা গানে, স্বপ্নে, তর্কে ভরালাম!
 
গ্রামে গিয়ে মাটির দোতলা ঘরে দুরাত্তিরসভা,
অসাধারণ সব মানুষ, গুপ্ত পত্রিকা, সাইক্লো;
অথচ নানান প্রশ্নে বাড়ছিল অন্তরে বিরোধ!
 
যে কলহে বিচ্ছিন্ন হলাম, শতাব্দির শেষ পর্ব
নাব্যতা বাড়ালো তার; রক্তঝড়ে পেলাম তির্যক,
লেনিনের হাসিচোখ সংগ্রামের ডায়ালে আহ্বান!
দু:খ যে রাজপথে কখনো হলাম না কাঁধে-কাঁধ
 
১৪.৪.২৫

No comments:

Post a Comment