নিঃসঙ্গ
মানুষ দুটো এক হলে নিঃসঙ্গতা যাবে –
নিশ্চয়তা
নেই। দ্বিগুণও হতে পারে। ফল হবে –
দুজনেই
দুটো করে নিঃসঙ্গতা বইবে এবার।
একটি
তো পরিচিত, আদরও করা যায় বসে,
অন্যটি
অপরিচিত, খিঁচিয়ে আসতে পারে দাঁত।
তাদেরকে
বরং বলা যাক, ক’টি পোষ্য নিয়ে এস –
পশু,
শিশু, চারা, সরীসৃপ, অথবা অন্যান্য কাজ,
যেগুলোতে
ভোগান্তি আছে দিনরাতের – ভেবে দেখ
গ্রহটির
নিঃসঙ্গতা দূর করে, বন্ধু আছে কেউ?
আমরা
তো আজও জানিই না বন্ধু কিনা গ্রহটির!
নাকি
শত্রু? কর্ষণ ধর্ষণ হয়ে চলে লালসায়।
এবং
সে প্রমত্ততা একই হাল করে জীবনের!
একটা
ভালোবাসা ধরে রাখতে পারে না মানুষ
আর বড়ো
বড়ো কথা, কবিতা-গবিতা, উপদেশ!
২৪.৬.২৫
No comments:
Post a Comment