Monday, June 30, 2025

অনিলদা

এমনকি কলকাতায় যাওয়াও, হাওয়াই চপ্পলে, 
মানে দরকার পড়লেই হাজির, হাতে ফাইল
অনিলদার হাসিতে ছেড়েছি;
                                    এই দ্যাখ্‌, কিভাবে
এসেছে! পিঠে হাত খেয়েছ? ওকে নিয়ে যা, এ্যাই!
 
গড়ার তাজা নেশায়, নতুন লড়াকু সংগঠন,
ঝাড়খন্ড সুদ্ধু সেদিনের পুরো বিহার চক্করে,
ডাকলেই চলে আসতেন বিচক্ষণ মানুষটি!
তাঁরটাই ছিল প্রথম আমাদের শ্রীহীন করে 
অবসরপ্রাপ্তি নাগালের বাইরে যাওয়া হঠাৎ!
তারপর আর কখনো পাইনি সে-মাতৃত্বস্বাদ।
 
অনেককিছু এল-গেল, সগর্বে সভায় বলেছি
অনিলদার সংগঠন! তাঁরই শিষ্যসমাহার!
কালচারটা লড়াইয়ের রক্তে থেকে যায় বস্‌!
মুখে মুখে ঘোরে মানুষকে কাছে টানার আখ্যান!
 
২৩.৫.২৫

No comments:

Post a Comment