তোমায়
কে বলে, আমি কিছু মানিনা তাই নাস্তিক?
বরং,
শ্রদ্ধায় মানি সে-ঈশ্বর যে তোমার ভিতরে
অনেকখানি
জায়গা নিয়ে ভালোবাসার, শান্তির,
বিশ্বাসের
– আছে সম্পর্কের কশেরুকাগুলি ধরে …
বস্তুতঃ
একা হতেও অনেককে লাগে মানুষের!
স্বজন-পশু-পাখির
ডাকে ভরে গ্রীষ্মের দুপুর।
রাঁধলে
একটু বেশি রাঁধে; বরং আয়না দেখে না,
বোধে
থাকে পৃথ্বী, কাজেও একলা পেতে সুর।
ঈশ্বরেরাও
আমাদের একে অন্যেতে ওতপ্রোত!
যত গিরিবর্ত্ম
বিভিন্ন ধর্মের শীর্ষে শীর্ষে ওঠে,
মানুষকে
রুজি দেয়! কিছুটা হয়ে মুসলমান,
খৃস্তান,
বৌদ্ধ, জৈন, শিখ … হিন্দুও
হিন্দু হয়ে ফোটে!
নাস্তিক্যে
ঈশ্বররসে বুঁদ করে কালচক্রধ্বনি!
স্পর্শি
বুকে নখরচিহ্নে তাঁদের, দুর্জ্ঞেয় অশনি।
১০.৫.২৫
No comments:
Post a Comment