Sunday, May 11, 2025

বিস্মৃতির জলাশয়

ইতিহাস প্রাগিতিহাস তার চে ভালো মেটে হাঁস
সান্ধ্য গলিতে বেরোয় বিস্মৃতির জলাশয় ছিঁড়ে
বাধাঁইকর্মী বুড়োটি ফর্মা ছেড়ে বাঁকা পায়ে হাঁটে
পুরোনো পাড়ায় মানুষের উচ্চতাও কমে ধীরে
 
আলো জ্বলে রাস্তার দুফুট নিচে ঘরে, মেয়ে পড়ে
অদূরে বটগাছের গুঁড়ি, ডিস্কো ভিড়ে বিয়ে-গান
খানেক প্রেসে রুজির টাটানি বাড়ে ডিজিটালে
অঞ্চল-দপ্তরে লাল-পার্টি, পিছোনো রোখে আপ্রাণ   

সেসব ব্যথাও কোথায় গুরুজি, দিন হত রাতে
এখন রাতই দিন, বাড়ি হল অভাগার ঠেক   
আদৌ কি কখনো হবে কিছু, হাসে খৈনি ডলা হাত
জাতীয় গড়ে জীবনের স্থায়িত্ব কমেছে অনেক
 
এই ঘাপটি আন্ধারে সব চক্রান্তের ওঠে চাঁদ
উন্নয়নী বুলডোজার চালাও দেবকুলতাতঃ!

১১.৫.২৫


No comments:

Post a Comment