চাকতি
পাথর মুঠোয় নিয়ে চলি
জলা
পেলেই ঝুঁকে নাচিয়ে ছুঁড়ি!
দু-তিন
লাফে মাঝদূরত্বে গিয়ে
ডুব
দেয় ঠিক রাজকুমারীর ঘরের
বারান্দাটার
কাছে;
ঘরে ঢুকি –
দুলছে
শ্যাওলা অনস্তিত্ত্ব ঘিরে!
ঘোলা
আলোয় দেখি নিজের হাত,
মিশছে
জলে আগুনকুচি হয়ে …
এমনই
সব তৃষার্ত রূপকথায়
হারাতে
চায় আদত বাঁচার খেই –
রাজকুমারীর
ডাক তো পিঠের রোদ,
ব্যথার
হাসি খুঁজছে গানের মুখ্ড়া!
পাথর
পেলে বরং রুমাল ভরি,
গাইতে
পারলে বাজবে ঝুমঝুমি।
৮.৫.২৫
No comments:
Post a Comment