শেষ
অব্দি কোনো ভয় থাকে না, আতঙ্ক!
বন্দুক-বোমা;
যুদ্ধই বা কদিন? – যায়।
ফিরে
আসে স্বাভাবিক চলনে মানুষ;
দম নেয়
ঘড়ি – ক্ষুব্ধ, বিহ্বল পাড়ায়
শব্দ
হয়, বাল্টি ডোবে সকালে কুঁয়োয়।
দাঁতচাকায়
চড়িয়ে চেন, বড় ভাই
উল্টো
ঘোরায় প্যাডেল, আসে তার বোন;
রান্নাঘরে
টিনঝাড়া আটার খোশ্বাই…
মালিকের
অভিসন্ধি পূরণে কাটাও
বিলাসী
গুপ্ত সুদূর? … হয় যদি তাও,
প্রিয়জনদের
বিদ্বেষের তীক্ষ্ণ কীট,
খুঁজে
নেয় অস্তিত্ব তোমার, দামি রোদে,
কুরে
খায়। … দেখ হাত বাড়িয়ে এদিকে;
বাদ
গেছ, স্বদেশের ঋতুর সনদে।
২৪.৪.২৫
No comments:
Post a Comment