Sunday, May 11, 2025

আহরিত মুহূর্ত

তোমার প্রশ্নের কোনো উত্তর হয়তো আছে তবু
দেব না। তোমার অনতিদূরে বসব উদাসীন।
নীরবতা আস্তে আস্তে ঘনত্বে ঢোকাবে প্রশ্নটির,
আকাশ, চা-ওলা, পথচারী, দুটো প্রাণের দুদিন।  
 
উত্তরটা দেবে তুমিই, অনেকক্ষণে, শব্দে নয়,
আহরিত মুহূর্ত কেন ভাঙবে, স্মৃতিবাহী পায়ে
সবলে উঠে দাঁড়াবে, দুধাপ এগিয়ে, ফিরে ডেকে
হাতটা বাড়াবে  প্রত্যয় দেবে কাজের বন্ধুতায়।

তাবলে কি বৃথা কালক্ষয় ছিল প্রশ্ন? নিরর্থক?
বস্তুতঃ হতে দেয় না যেটা উত্তরের ক্রীড়নক,
বাঁচিয়ে রাখে বাঁচার টানাপোড়েনের নির্ভরতা,
 
উত্তর জোটাতে দেখে কারো হ্রস্বদৃষ্টি সত্বরতা,
বলতে পারি স্বপ্নও স্নায়ু অবসন্ন করে ভায়া!
প্রশ্নের নির্বাকে পাবে চরাচরে এ বিশ্বের মায়া।     

১১.৫.২৫
 

No comments:

Post a Comment