আমাদের
শক্তিগুলো যে কাজে বর্তায় একযোগে
আমাদের
ক্লান্তিগুলো – যাতে বাঁচে কাজ – সন্তর্পনে
বার্দ্ধক্য
গুঁড়িয়ে নাছোড় জমাটি বসে শিশু হয়
সত্তরোর্দ্ধ
হাসিগুলো সমবায়-দায়ে বলীয়ান
সত্তরোর্দ্ধ
ব্যথাগুলো স্ববিনাশী এক সময়ের
বিরুদ্ধে
দাঁড়ায় সদর্থে কুটিল ব্যঙ্গচিত্র হয়ে
ক্লান্তিগুলো
মিলেমিশে স্টেশনের তেরাস্তা ছাড়িয়ে
গ্রীষ্মের
বৃষ্টির পর বিকেলের গলিতে এগোয়
পায়ে
পায়ে চটিতে ফুলের লাল হলুদ বেগুনি
ঝরা
পাপড়ি সাঁটিয়ে এগোয়, বিয়ের পর ফিরে
প্রথম
মিলিত পাড়ার ঘনিষ্ঠ সখীদের মত;
কারো
কারো জরায়ুতে ইতিমধ্যে ধরেছে কুসুম
চারদিক
সচকিত, ছুটে যায় না-থামার ট্রেন
না-থামা
সময় শোনে সখীদের রহস্য সরস …
২০.৫.২৫
No comments:
Post a Comment