Saturday, June 15, 2024

ক্লিষ্ট আশনাই

সেদিন মথিত এক গানে অজানার
জয় দিলো খোঁচা, আরো
                           নিষেধ ভাঙার।
নব্বইয়ের পর থেকে তাই তো ভাঙছি
পেতাম সান্নিধ্য যদি আরেকটু বেশি !! 

তবে দূরে আছি ভালো! আপনাকে পাই
মেমাসের লু-য়ে গড়ি ক্লিষ্ট আশনাই,
মানুষের আগামির পথে। স্মিত দৃষ্টি
আপনার,
                 যুক্তিপথ ভাবায় কৃষ্টির।

মধ্যবিত্ত বাঙালির বিপন্ন বৈভবে,
কেন যে বলে গেলেন, গান শুধু রবে?
শাপে বর জানতাম, এ যে বরে শাপ!
গান ছাড়া বাকি রবি, পরিত্যক্ত ধাপ?

সুরের সম্ভ্রান্তলোকে ভাসমান সাঁঝ  
আপনার বিনির্মাণে মন খোঁজে কাজ।

৬.৫.২৪

No comments:

Post a Comment