Saturday, June 15, 2024

গ্রীষ্মের দুপুরে

গ্রীষ্মের দুপুরে বসে টিনচালা ভাতের দোকানে
ঘেমেচুমে অপার্থিব আনন্দে খেয়েছি মাংসভাত!
অথবা স্নেহান্নে মুগডাল, লঙ্কা, শশার চচ্চড়ি
দুর্গাবতীর ঝুপড়িঘরে দুপুরে; মনে আছে অমিত?

খাওয়াগুলো খাওয়া হয় না বস্তুতঃ, বন্ধুত্বযাপন,
এবং অন্যদিকে চাখা, সে বসতের রহস্য-মৌতাত।
বেঁচে থাকার সাতকাহন টানে প্রতিটি বসতে,
ভোরে রেলগেট-কাঁপানো ট্রেনের ফুলকি খবর,
এমনকি থানার বিটগুলোর নক্‌শা রোজকার,
চিত্তাকর্ষী মনে হয়। যদি এখানেই হতো বাড়ি?

তাও তো ঘুচেছে ভাতমাছ কিছু স্টিমারঘাটায়
বালিয়াড়ি ঠেলে হল্ট, কোয়ার্টার, চিলতে-বাজার
থাকলে ছুঁয়ে নিতাম গেটে ঘেমো চিবুকের দাগ,
অপরাহ্নের আলোয় এক ভিন্ন জন্মের আশ্বাস।

২৩.৫.২৪

No comments:

Post a Comment