Saturday, June 15, 2024

রবি ও জগদীশ

আপনাদের বন্ধুত্ব, শতাব্দীর
সন্ধিকালে ভারতেতিহাস।
দেশজিজ্ঞাসায় বিজ্ঞানে কবিতা,
কবিতায় বিজ্ঞানের বাস।
আমরা ফেল পড়ুয়া, গোলাপ,
জ্যামিতিরই বাক্সে তবু রাখি
শুনি সে জ্যামিতিকে ছোঁড়ে চ্যালেঞ্জ;
ভয়ে ঝাঁপ বন্ধ করে থাকি
কবিতায়ই পথ পেয়ে দাসত্ব ঘুচিয়ে
মানুষের কাজে নামে
বৈজ্ঞানিক; অসীমের বহুত্ব গড়তে
কবি জাগে মধ্যযামে!     

কোন সভ্যতা ধরে নি তার
লোকগানে বিজ্ঞানের পরিক্রমা?
কোন সভ্যতা বলে নি তার
বিজ্ঞানে সৃষ্টির ছন্দের সুষমা?

অজানার ভয়হীন দুজনেই
সহযাত্রী রূপে ও অরূপে,
বিজ্ঞানমন্দিরে, বিশ্ববিদ্যালয়ে,
সুচেতনার ধাত্রীস্বরূপে।
আপনাদের প্রয়োগশালা ভিন্ন,
শব্দপথ, যন্ত্রপথ গড়ে
শোনালেন বনস্পতিভাষে,
বাতাসি তরঙ্গে, অশান্ত অক্ষরে,
আকাশলিখন সময়েরঃ
বন্ধুত্ব ভাঙলে কবিতা-বিজ্ঞানে,
দুটোই লুটেরা-শাসক পোষণে,
ধ্বংস দেবে মুক্তিপথ জ্ঞানে।     

১২.৫.২৪

No comments:

Post a Comment