কিছু একটা ওপরতলায়
ঠিক নেই,
হতে পারে
গলদটা এই নিচেরই।
যবে থেকে
প্রার্থনা করতে শিখেছি,
দরজায়,
করে যাচ্ছি করাঘাত।
নীরবতা শুধু।
চাকরগুলো,
মানে,
পরীরা কোথায়?
পর্দার ফাঁক দিয়ে
কাউকে দেখছি না ওদের,
উঁকি মারতে –
কে ডাকছে দেখতে ।
যখন প্রভু
শেষ পর্য্যন্ত বলবেন –
“ভিতরে এসো”
ওরা কি
সামনের দরজা দিয়ে আমায়
ঢোকাবে,
নাকি পিছনের?
[বিরানব্বই সালের ডাইরি খুলে দেখলাম পড়ে আছে। ২৩.৫.১৯৯২ তারিখে আলোকজী মানে আলোকধন্বাকে ঘরে বসে শুনিয়েছিলাম। ]
No comments:
Post a Comment