Monday, September 18, 2023

সঙ্গতকার - মঙ্গলেশ ডবরাল

প্রধান গায়কের
প্রস্তরশিলার মত ভারি গলার সঙ্গ দিতে থাকা
ওই কণ্ঠস্বর
ছিল সুন্দর, দুর্বল ও কম্পমান,
প্রধান গায়কের ও ছোট ভাই
অথবা শিষ্য
অথবা পায়ে হেঁটে শিখতে আসা কোনো দূরের আত্মীয়
প্রধান গায়কের গর্জনে
ও নিজের প্রতিধ্বনি মিলিয়ে এসেছে প্রাচীনকাল থেকে
অন্তরার জটিল তানের জঙ্গলে
যখন হারিয়ে যায় গায়ক
অথবা নিজেরই সরগম ডিঙিয়ে চলে যায়
ভবঘুরে এক অনাহত নাদে
তখন স্থায়ীকে সামাল সঙ্গতকারই দিয়ে রাখে
যেন কুড়িয়ে গুছিয়ে নিয়ে চলে
প্রধান গায়কের
পিছনে থেকে যাওয়া জিনিষপত্তর
যেন তাকে মনে করায় তার শৈশব
যখন শিক্ষানবিশ ছিল সে
তারসপ্তকে যখন তার গলা বসে যেতে থাকে
প্রেরণা সঙ্গ ছাড়ে প্রায় অস্ত হয়ে চলে উৎসাহ
আওয়াজ থেকে ছাইয়ের মত কিছু
                                      ঝরে যেতে থাকে
তখনই প্রধান গায়ককে ভরসা দিতে
কোথাও থেকে চলে আসে সঙ্গতকারের কণ্ঠস্বর
কখনো ও এমনিই তার সঙ্গ দিয়ে দেয়
বলতে
যে সে একলা নয় আর গেয়ে নেওয়া রাগটি
আবার গাওয়া যেতে পারে
এবং ওর আওয়াজে একটা যে হোঁচট স্পষ্ট শোনা যায়
অথবা একটা যে চেষ্টা থাকে নিজের কণ্ঠস্বর
                                           উঁচু না করার
সেটা ব্যর্থতা নয়  
                            মনুষ্যত্ব মনে করা উচিৎ।

 

১০.১.১৯৯৭

 

No comments:

Post a Comment