Wednesday, January 18, 2023

শব্দ-নৈঃশব্দ

শব্দের পায়ে পায়ে হাঁটে তাদের 
নৈঃশব্দসমূহ।
শব্দেরা ফেনা কাটে, 
নৈঃশব্দ তাদের 
নাচে সেই ফেনায়।

ভালোবাসার নৈঃশব্দ ঘৃণার 
নৈঃশব্দের চুলে আঙুল বোলায়।
ভালোবাসার গারো নৈঃশব্দ ভালোবাসার
কন্নড় নৈঃশব্দের
পাশে এসে বসে 
লোহার ভেজা রেলিঙে।

ঘৃণার নৈঃশব্দগুলো দুনিয়ার, 
বিভিন্ন ভাষার,
নিজেদের শব্দের প্রতিধ্বনিতে এক হয়,
ধাক্কা দিতে, 
পৃথিবী-লুন্ঠকদের ব্যারিকেডে।

প্রতিটি শব্দের 
নৈঃশব্দের এক্তিয়ার 
না জানলে ভরসা করা যায় না 
সে শব্দের পাখসাটে।

নৈঃশব্দেরা আলাদা বসত 
গড়তে পারে না,
শব্দেরই বসতে তারা 
অনেকখানি জায়গা জুড়ে থাকে।

১৮.১.২৩



No comments:

Post a Comment