Wednesday, January 4, 2023

সফদর

দূরের শহরে বাস আমাদের হৃদয়ে তার
হত্যার দিনটাতেই
জন্মদিন এলো।
 
সে বেঁচে আছে,
কেউ তাকে মারতে পারে না বলতে
কত তারুণ্য এলো যুদ্ধসাজে,  
বিকেলের এরিনায়,
 
কত মানুষ বসে তার বাইরে
হাসলো, রাগলো, অবাক হয়ে দেখলো
স্বপ্নে ভরসা রাখার
সহজিয়া জাদু
 
এরিনা মানে রোম নয়, বৃত্তাকার  
খোলা জায়গা একটু,
যেমন গড়ে আসছে পৃথিবীতে জিপসি নাচিয়ে
বা মাদারিরা, যুগ গেলো।
 
অথচ তৈরি হতেই সে বৃত্তে বিকেলের
আলোয় চেতনার অস্ত্র হয় শরীর।
সেখানেই বেঁচে আছে তেত্রিশ বছর,
সফদর!  

৩০.১২.২০২২



No comments:

Post a Comment