Wednesday, January 18, 2023

কর্মাটাঁড়ে ঈশ্বর

এই গাঁ-ঘরে গড়লে কর্মভূমি।

তুমিও রইলে নিজের মতন তুমি

ভাস্বর;

জ্ঞানে, জনসেবাই যার ধর্ম! 

লাঞ্ছিতের মাঝে হলে কর্ম-

তৎপর।


ওষুধ, সেবা, শিক্ষা শুধু … ? না!

চিনল ওরা দেওতা, মানুষপানা,

আপন!

তোমার পায়ের চিহ্ন আজো বোঝায়

আত্মসুখের তালাশ নিছক অন্যায়-

যাপন!


অবিচারের প্রশ্নে যে না যোঝে,

জ্ঞান তার বিপদ, দেখছি মোছে 

রক্ত।

আদ্ধেক দেখা প্রুফ থাকত পড়ে, 

মমতার আঁধি, রোদের টাঁড়ে

ছুটত।


৭.১.২৩ 

No comments:

Post a Comment