মে দিবসে হাতের বহর অনেকটা দূর যায়
নাচের ছন্দে কাঁধে কাঁধে যত ছড়ান্ পায়।
যে শহরে লাল ঝান্ডা কম সেথাও গানে
প্রতিধ্বনি সহজ ওঠে বহু নিসঙ্গ প্রাণে।
কাজের দিন ক’ঘন্টার, সে সওয়ালের জের
নিচ্ছে দহন ইতিহাসের সমস্ত অন্যায়ের।
তাই নিজের ভিতরে যাই, গাইব ঠিক কী?
ফিরে পাওয়া হয় না, সব নতুন পেয়েছি!
ঘড়িটা কি চলছে যেমন ভেবেছিলাম আগে
স্বপ্নসুরে ভাঙা স্প্রিংয়ের ঘর্ঘর নেই কেন?
গানটা যে ফিরে পেলাম, মুখেরা আনজান্,
সঞ্চারিতে তাদের সুরের আদলটা বাদ কেন?
নিজেরই হই অপরিচিত, আনকোরা হাত ধরি,
গা না ইয়ার! তোদের আশায় মে-দিনটা পড়ি।
৩.৫.২৩
No comments:
Post a Comment