তুমি ডাকছ,
যাব তো নিশ্চয়ই
তবে নিজের
অন্ধকারটুকুও
নিয়ে যাব তো?
ভরসা রাখতে পার,
আমারই সঙ্গে থাকবে,
তবে তাকেও বসার
জায়গা দিতে হবে
আমারই একপাশে,
সসম্মানে; তুমি আমার
অন্য পাশে, না ওর পরে,
ওর দিকেই বসবে
সেটা তোমার ইচ্ছা।
ভয় পেও না, তোমাকে নয়
আমাকেই ও টিটকিরি দেবে
মাঝেমধ্যে, হেসে উঠবে অশ্লীল,
আমার কোনো বৌদ্ধিক
গেরেম্ভারি কথায় – সেসব
নিজের ওপর
না নিলেই তোমার চলবে।
আমার তো অভ্যেস হয়ে গেছে,
কবিতাগুলোও
এক সর্গ আমার লেখা হলেই
ও ঢুকে পড়ে
কলম কেড়ে লিখে
পরের সর্গে প্রশ্নে প্রশ্নে
তছনছ করে দেয়
আশার সমস্ত কোলাজ।
শেষ লাইনে দ্বিধার কাব্যিকতায়
মান বাঁচাই যাহোক।
১৩.৫.২৩
No comments:
Post a Comment