Wednesday, May 10, 2023

বহির্বঙ্গে রবিঠাকুর

বহির্বঙ্গে আমাদের বড় সমস্যা রবিঠাকুর,
মাল্টিফেরিয়াস হতে হতে হই শূন্যভাবাতুর,
কমে আসে চোখমুখের উজ্জীবকতা; নানাবিধ
স্মৃতিযাপনে উদ্দেশ্য যদিও সেটাই আন্তরিক
বহুভাষী সংস্কৃতিসন্ধ্যার রিহার্সালে, জলযোগে
অনুরোধে, প্রেসনোটে বলা আছি এখনো সৈনিক!     

মাঝে মধ্যে দৈনিক ভিড়ভাট্টায় বেরিয়ে রাস্তার,
চিনিছাড়া চায়ে কোনো হঠাৎ-দেখার সাথে সারি
সবজান্তা আঁতলামি। দেখি উন্নয়নী শহরের
হৃদকুম্ভে ধুলোয় বাড়ে বিস্মৃতির বাণিজ্য-কেয়ারি।
 
ভারততীর্থ আজ লুটেরাদের গায়ে নামাবলী!
আপনাকে আগলে রাখবো, প্রতিশ্রুত দর্পে বলি।
 
১০.৫.২৩. 



No comments:

Post a Comment