বহির্বঙ্গে আমাদের বড় সমস্যা রবিঠাকুর,
মাল্টিফেরিয়াস হতে হতে আর থাকিনা কিছুই,
কমে আসে চোখমুখের উজ্জীবকতা: প্রাথমিক
যদিও সেটাই এইসব নানা যাপনে উদ্দেশ্য –
বহুভাষী সংস্কৃতিসন্ধ্যার রিহার্সালে, জলযোগে
অনুরোধে, প্রেসনোটে – চিরবন্ধ্যা হইনি এখনো
মাঝে মধ্যে বেরিয়ে রাস্তার দৈনিক গহমাগহমিতে
চিনিছাড়া চায়ে কোনো হঠাৎ-দেখার সাথে সারি
সবজান্তা আঁতলামো আর উন্নয়নী শহরের
ধুলোয় দেখি বাড়ে হৃদকুম্ভে বিস্মৃতির ছত্রাক
ভারততীর্থে নামাবলী গায়ে লুটেরাদের ভিড়;
আপনাকে রাখতে হবে আগলে, এইটুকু জানি
১০.৫.২৩.
No comments:
Post a Comment