Friday, August 28, 2020

জোসিনা, তুমি মৃত নও - সামোরা মাশেল

জোসিনা, তুমি মৃত নও কেননা দায়িত্বগুলো তোমার, আমরা গ্রহণ করেছি আর আমাদের ভিতরে সেসব জীবিত ।

তুমি মরোনি কেননা তুলে ধরেছিলে যে লক্ষ্য তার সবটা আমরা উত্তরাধিকার বলে নিয়েছি । 

তুমি চলে গেছ আমাদের মধ্যে থেকে কিন্তু আমার বোঝার অংশ তোমার ছেড়ে যাওয়া অস্ত্র আর রুকস্যাক, কাজের সরঞ্জাম ।

তোমার দেওয়া রক্ত এক বিন্দু মাত্র সেই রক্তে যা আজ অব্দি আমরা দিয়েছি এবং আরো দিতে হবে ।

পৃথিবীকে পুষ্টি দিতে হবে; যত সে হয় উর্বরা, গাছগুলো বাড়ে তার, বড় হয় ছায়া আর বেশি মিঠে হয় ফলগুলো ।  

তোমার স্মৃতি দিয়ে গড়ব এক কোদাল তোমার ত্যাগে সমৃদ্ধ ঘাসের চাপড়াগুলো ওল্টাতে আর… নতুন ফল হবে ।

নিজের সবচে’ ভালো আর প্রিয় সন্তানদের দিয়ে নিজেকে নতুন করে বিপ্লব । 

এই অর্থ তোমার ত্যাগেরঃ জীবিত উদাহরণ হবে অনুকরণীয় ।

এ আমার আনন্দ যে দেশপ্রেমিক এবং নারী হিসেবে তুমি দ্বিগুণ স্বাধীন হয়ে সেসময় মরলে যখন নতুন শক্তি, নতুন নারীর জন্ম হচ্ছে । 

তোমার শেষ মুহুর্তগুলোতে ক্ষমা চাইলে ডাক্তারদের কাছে যে তাদের সাহায্য করতে আর পারছ না ।

যেভাবে স্বীকার করলে তুমি ত্যাগ তা একটি অক্ষয় উৎস প্রেরণার এবং সাহসের ।

এত সম্পূর্ণ ধারণ করে নতুন মূল্যগুলি যখন কোনো কমরেড, সে জয় করে হৃদয়, আমাদের পতাকা হয়ে যায় ।

তাই স্ত্রী থেকে বেশি তুমি আমার বোন, বন্ধু ও সহযোদ্ধা ছিলে । 

আর অন্য কেমন ভাবেই বা শোক কমরেডের প্রতি, তার বন্দুকটা তুলে নেওয়া আর লড়াই জারি রাখা ছাড়া ব্যক্ত করা যায় ? 

আমার অশ্রু বইবে সেই এক উৎস থেকে যেখানে জন্ম নিয়েছে আমাদের প্রেম, সংকল্প আর বিপ্লবী জীবন । 

তাই এ অশ্রু স্মৃতিচিহ্ন এবং লড়াইয়ের শপথ ।   

গাছ থেকে ঝরা ফুল প্রস্তুত করে জমি, নতুন আরো সুন্দর ফুল আসছে ঋতুতে ফোটাতে ।   

তোমার জীবন তাদের মাঝে আছে যারা এগিয়ে নিয়ে চলেছে বিপ্লব ।   







No comments:

Post a Comment