Sunday, April 20, 2025

মে-দিন পাখি

মে-দিন তুমি অনেকটা জুড়ে সাজো
লুটেরাতন্ত্রে স্রষ্টা গোলাম;
তার অন্তরে ওঠা অবিরাম  
প্রশ্নগুলোর বিশ্বরূপে বাজো
 
এতোও সহজ নয় হওয়া উচ্ছল!
উৎপীড়নের অনেক স্মৃতি,
গভীর করতে থামায় গীতি,
ঐক্যে ব্যাপক চায় প্রাণের ঢল 
 
ভিড়ের মেলা, নিঃসঙ্গতার হাট
রাষ্ট্রভজানিঃসাড় গৎ;
সমস্ত ন্যায়বিচারের পথ
রাষ্ট্রধ্বংসী গণ-ঐক্যের পাঠ
 
অনেকটাই পিছিয়ে ফিরছি রণে
মরীয়া পূঁজির রাজ-স্যাঙাৎ
লেলিয়ে দিচ্ছে ভ্রাতৃঘাত,
তরুণেরাও রুখছে জীবনপণে
 
মে-দিন হোক ধুলোট রোদের পাখি!
লালঝান্ডার দীপ্র ছায়ার,
কাম্য বদলটাকে বোঝার,
সংহতি। বহু জুলুম-শোধ বাকি।  

২০.৪.২৫

 


No comments:

Post a Comment