Wednesday, April 2, 2025

সকালে সিঁড়িতে বসেছিলে

সকালে সিঁড়িতে বসেছিলে, মুখে আলো।
বন্ধুত্বও হয়েছিল একটু, সেদিনই।
অনেক পরে, তখন এন্তার দুর্নাম
বাসস্ট্যান্ডে দেখলাম;
                                মায়ায় পড়েছি।
আজ ভাবি অন্নচিন্তা আপনজনের,
শেখালো বাজানো, বাদ্য করে, মন্দভাগ্য!
দেহে মনে ক্লেদস্পর্শ নিয়ে ক্ষোভটাকে,
হর্ষোল্লাস দেখানোর দাপট গেয়েছ।
 
প্রণয় পেয়েছ মিথ্যা, বন্ধুত্ব ভেজাল!
সবাইকে সুখে রেখে, টেনেছ জোয়াল।
ভাবি আরেকটু কাছে বন্ধুত্বে দাঁড়ালে,
ক্ষতিবৃদ্ধি কিছু হোক বা না হোক, রোজ
তুমুল কিছু ঝগড়া হলে, প্রতিবার
গাল খেতাম তোমার, নিঃস্বতা কমত।
 
২৯.৩.২৫
 

No comments:

Post a Comment