নিচুঘরের মেয়ে ছিল তো!
খাবলে-খুবলে ক্ষান্ত হয়ে
চান কর নি?
পাপ হবে যে!
গঙ্গাজলটা ছিটিয়ে নাও বরং,
তুলসি রাখ মাথায়, আহা
বলতে চাঁদের ছেলে তোমরা
এট্টুআধটু সুখ নেবে না?
কথায় বলে নীচজাত
তার মেয়ের আবার নষ্ট!
বাপের-মায়ের কষ্ট!
না না,
মেরে ফেলেও বেশ করেছ
দোষ নেই শাস্ত্রে!
ওসব কাজেও নেই,
ধর্মই, বয়সের, শুধু
ছোঁয়ার দোষটা কাটতে
গঙ্গাজলের বিধান।
আপাততঃ থাক জেলে
সুরক্ষিত,
সময় হলে বেরিয়ে এস,
চিন্তা নেই।
এসব দেখতে
রাজত্ব তো আছেই!
আছে কিসের জন্য?