ভালো না লাগলে চোখ বন্ধ করে থাকো?
বলতেই পারি কিন্তু বরং বলব, দৃষ্টি
কঠিন করে দেখে পরে চেষ্টা কর
নিজে করতে কাজটা। মুরগি খাবে কিন্তু
হালাল বা ঝটকাটা দেখতে ভিরমি খাবে
ড্রামের ভিতর থেকে ছটপটানির ঢুপ ঢুপ
শুনতে শিউরে উঠবে, চোখ ঘুরিয়ে নেবে
পাখিটা ওঠালে ......হয়? হয় না দোস্ত!
নিজে হাতে কাটো। পৃথিবীতে বাঁচার
বয়সটাই তো যুদ্ধ, বাইরে, কৌম-গ্রামে,
আবার যুদ্ধের বয়স – ছুরি ধর হাতে।
আর সেটাই কবিতা – হাতে রক্ত লাগবেই।
১.৯.২২