Wednesday, December 6, 2023

আলোর বিলম্বিত লয়ে

স্কুলে পড়া বীজগণিতের অঙ্ক যেন
ফেসবুকে আসা ছবিটার
ওই টাটকা সকাল।
মনেও পড়ছে একটু একটু,
এমনকি উত্তরটারও আন্দাজ
                       করতে পারছি কিন্তু
কিভাবে শুরু করব, বুঝছি না।
 
কোথাকার সকাল? কোন মহাদেশের?
জানি না।
গাজারও হতে পারে; বোমা পড়ার
আগে বা পরের অঙ্কটা বদলায় না তাতে।
 
একটা মান নিতে হবে চলকটার, সেটা কী?
শিশিরভেজা ধুলো না আকাশ,
                               নাকি বনস্পতি?
নাকি উৎসারিত সুর, আলোর বিলম্বিত লয়ে,
অথবা এক এক করে বাল্যবন্ধুদের
                             জড়ো হওয়া?
এ্যাই, এ্যাই, উল্টে পড়লি তো রেলিঙে
ওস্তাদি মারতে গিয়ে?
 
পৃথিবীজোড়া আমার শৈশবে
হয়ে উঠতে থাকি মান সে চলকটার।
সকাল, কারো দিদির মুখের মত হয়ে ওঠে।
অঙ্কটা হতে শুরু করে কারোর ছোঁড়া বলে
পায়ে পায়ে ড্রিবলের মত।
 
৫.১২.২৩



No comments:

Post a Comment