তোমার
মরুভূমি তোমায় ডাকে?
যেমন আমায়
আমার মরুভূমি –
ডানা ঝাপটালেই,
জনে-বিহনে
দাঁতে
কিচকিচ তামস ধুলোর
কী ডাক!
অথচ অতল নীরব!
ঢেউও তুলবেনা
সে অভিমানী,
আমরা গেলে,
দেবেনা সাড় তবু
অন্তরে
ক্ষীণ দ্যুতি, চাপা কূজন
অপরিণতির।
ঠাসা ভূস্তরের
স্থির
চাউনি, নিজের অপলাপ,
অনেক ব্যাহত
জীবনাভিসার,
মরীচিকায়
তার ভুতুড়ে ক্ষয়।
কী জেদ!
যেন অসময় ভালো!
২১.৫.৯৫
No comments:
Post a Comment