চলছেই।
থেমে আছে এমন
অশথের দুপুরও বলবে না।
প্রতিদিনই
দেশটা,
রাজধানীতে, জেলায়,
মহকুমায়, তহশীলে,
হাত, মাথা বা পায়ের তাগিদে।
চোখের তাগিদেও,
অবশ্যই।
অগুনতি যুথবদ্ধ পথচলা
হ্রস্ব কিম্বা দীর্ঘ – কোনো কোনোটির
সাড়া
গুহাচিত্রে, হোমাগ্নিতে,
অন্ধকূপে,
পাগলা হাতির গর্জনে।
আমের বোলে এবছরেও
ভারি হচ্ছে হিন্দের কলম।
বিদর্ভের
গোয়ারি মানুষেরা
যে পথ বেয়ে বিধানসভার
সামনে এসেছিল
সে পথটি কি প্রহেলিকা?
শাসনের তন্ত্রটি,
শক্ত মোটা পরতের ভিতরে পরত,
তার ভিতরে গ্রন্থিপিন্ড, জীবিত ঘিন্ঘিনে।
মাছি ঘুরছে, মরছে,
জমছে বহুশতক ধরে।
৮.৩.১৯৯৫
No comments:
Post a Comment