Tuesday, July 18, 2023

বন্ধুত্ব

হয়ত কথা আমারই ছিল খারাপ। 
রাগে ক্ষোভে হাঁকল বন্ধু, “বেরো”! 
আমিও ক্ষেপে বেরিয়ে গেলাম পথে। 
সিঁড়ি ভেঙে দু'পা গিয়েই রোদ।

রাস্তা, বাজার, পানদোকানে আয়না –
সেলফি দেখি পৃথিবীর চালচিত্রে।

এগোবো? আরো দু'পা?
                          পা ফেলতেই রাত।
সারাটা রাত, অনুশোচনায় দগ্ধ। 
সারাটা রাত, ফাঁকা টিনের শব্দ।

জীবন বড় রূঢ় - বাঁকা হাসল। 
“ফিরতে হবে”, বলে আয়না কাশল।



No comments:

Post a Comment