Tuesday, April 4, 2023

পিচ্ছিলতা আছে

চোখ গেল পাখিটার ডাক যে ঈষৎ বদলেছে খেয়াল রাখিনি
রেলগাড়ির নতুন রঙে আর কখনো সবুজ কখনো বিষন্নতার
সাথে তার নতুন ঘষার
                              বিতর্কে মজে গিয়েছিলাম
অথচ বোরওয়েলের গর্তে বাহাত্তর ঘন্টা আটকা পড়েছিল শিশু
দিগন্তে ধুলো উড়িয়ে আসছিল সেনার ত্রাণদল জেলা প্রশাসন
ওটা যে সময়ের ধুলো খেয়াল ছিল না
 
হঠাৎ মাথার ওপর দিয়ে আরবার উড়ে গেল পাখিটা
এবার স্পষ্ট শুনলাম যুগ গেল
এখন স্পষ্ট মনেও রাখতে পারি না কবছর সোভিয়েত যুগে বাঁচলাম
বছর শুনলাম সে সোভিয়েত সামাজিক সাম্রাজ্যবাদী
আর কবছর ইয়েল্‌তসিনের বিয়ারের হ্যাঙোভার কাটালাম
সামূহিক প্রতিবাদোৎসবে
 
শুধু আমাদেরই নয় খোদ রবিঠাকুরের
গা ঘেঁষে ঘুরছে খুনে পান্ডারাও ইতিহাসের পরিখায়
ভারততীর্থ ডাক দেওয়া কোনো পাখি নেই সরীসৃপও নেই
আমি আছি অথবা এবং আমিই আছি কিছু কম নই
রাতের প্ল্যাটফর্মে, বাসস্ট্যান্ডে, তাঁবুতে লাল ঝান্ডায়
আর পিচ্ছিলতা আছে উঠে আসা জল আছে পরিখায়

৪.৪.২৩ 



No comments:

Post a Comment