কী খুঁজছি
না বুঝেই শুরু করি খোঁজ।
গন্তব্য
জানি না, পড়ি স্টেশনের নাম।
মাকে
তো নয়ই, ঠিক যাচ্ছি কোথায়,
নিজেকেও
জানাই না। সারণিতে দেখি
নামগুলো,
রাতে এসে এগোনো ট্রেনের।
বাঃ,
ওই তো দূরের, কম্র হাতছানি!
কবেকার
থার্ড ক্লাসে স্থান খুঁজে নিই –
প্রথম
তোহফা – জানলায় একা সিট,
দ্বিতীয়ও – জানলাই, তবে লম্বা বার্থ,
তৃতীয়
– মাঝের সিট, তাও না পেলে –
ওপরের
কোনো বাঙ্কে পা মুড়ে – দূর!
কাগজ
বেছাই নিচে, সারারাত জাগি।
সিগনালে থামে ট্রেন! … পাথরে লাফিয়ে,
উদ্ভিন্ন
রোদের বাৎসল্যে মাখি ভোর!
পাশে
এসে দাঁড়ায় যে রাতের সাথীটি,
দুটো
ঢিলে ঢেউ ওঠে মেঘ ধরা জলে।
২০২৩
No comments:
Post a Comment