(১)
ভিন্ন আমি
এত অদ্ভুত আমার জীবন
আমার মৃত্যুও অবাক করবে তোমাদের
অসময়ে বৃষ্টি যেমন
কবিতাকে ভালোবেসে
আমি থাকি কার্পাসের ফসলের মতো
যার শিকড় মিষ্টি
যেন শক্ত আখ
আমার মৃত্যুর বিষয়ে, তারা বলবে
কেমন ঝুলে আছে
কারুশিল্প যেন দরজার চৌকাঠে।
(২)
ভুখা অস্থিসার ছেলে
মায়ের কাছে রুটি চায়
জলভরা চোখে মা
দেখায় খরপ্রভ লাল সূর্য
তাহলে ওই রুটিটাই দাও আমায় এক্ষুনি।
রাত থেকে কিছু খাই নি
গজরাচ্ছে পেট
রুটিটা ঠাণ্ডা হোক বেটা
এত দূর, তবু এত আগুনগরম
তোর মুখে ফোস্কা পড়ে যেতে পারে
গরম সূর্য চলতে চলতে
পাহাড়ের পিছনে ডুব দিল
এবং তার রুটিটার জন্য অপেক্ষায় থেকে, অস্থিসার
ছেলে
আবার ঘুমোতে গেল ক্ষুধিত।
[শ্রীকৃষ্ণ কালাম্ব মহারাষ্ট্রের বিদর্ভ
অঞ্চলের, দুই দশক আগের সেই হাজার হাজার হতভাগ্য চাষীদের একজন যাঁরা ঋণজালে জড়িয়ে আত্মহত্যার
পথ বেছে নিতে বাধ্য হয়েছিলেন। তিনি কবি ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স ছিল পঞ্চাশ বছর।
২০০৮ সালের ২৪শে মার্চ তিনি আত্মহত্যা করেন।]
[মারাঠি এই কবিতাদুটির ইংরেজি ভাষান্তরণ থেকে বাংলা অনুবাদ – বিদ্যুৎ পাল। সেসময় এটি পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক শ্রমিক ইউনিয়নের মুখপত্র ‘মুখর’এ প্রকাশিত হয়েছিল।]