Tuesday, July 9, 2024

জেদের নোঙর

যেন আমি এক দুরন্ত সমুদ্রচষা বহুভাষী জাহাঁবাজ!
দশ দুপুরে দশ দ্রাঘিমায় প্রেমযাপনের চেনা কৌতুকে 
কারো না কারো পাশে বসে গার্হস্থ্যকথা বলি কপট মরমে, 
মাতি শৈশব যৌবনের দোহাই দিয়ে রসঘন বচসায়,
প্রমাণ করি, নই মাতাল, মিথ্যেবাদী। তাহলেও ধার চাই;
কিছুটা সিনেমার মতো পেরোই হতবাক শিশুদের চোখ  …

বস্তুতঃ এটাই নিখরচার সহজতম ফন্দি ভেবে সুখে,
দুনিয়ার গেরস্থালি-বৈচিত্রে অবগাহন করি প্রতিদিন!

কতো ভাষায় ক্ষুব্ধ গাল দিয়ে পুরোনো ভালোবাসার নিষ্কর্মা
পুরুষগুলোকে ধাক্কা দিয়ে ভাগায় শীর্ণ বা পৃথুলা মায়েরা! 
ফুলঝরা সুগন্ধি বোঁটার মতো শব্দগুলো কুড়োই হাওয়ায় …শুঁকি। পাঁপড়িগুলো খোলে চৈতন্যে – ওহ নারী! জেদের নোঙর!
কীভাবে ক্লিষ্ট হতে হতে ধরে রাখো ইতরামিসুদ্ধু আমায়,
এবং আমাদের! তোমাদেরি দূরত্বের সমুদ্রে আমি জাহাজী।

৮.৭.২৪